Header Ads

Seo Services

হিসাব বিজ্ঞান বেসিক ধারণা


হিসাব বিজ্ঞান
প্রিয় শিক্ষার্থী, আজ হিসাববিজ্ঞানের বেসিক নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো
১। কিসের মাধ্যমে আর্থিক ঘটনার ফলাফল ও প্রভাব জানা সম্ভব হয়?
ক. নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল 
খ. বিজ্ঞান ও প্রযুক্তি 
গ. নির্দিষ্ট প্রযুক্তি ও তার প্রয়োগ 
ঘ. জ্ঞান ও কর্মদক্ষতা
উত্তর: ক. নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল
২। আর্থিক ঘটনার ফলাফল নির্ণয়ের পদ্ধতি কোথায় আলোচনা করা হয়?
ক. অর্থনীতিতে খ. ব্যবস্থাপনায় 
গ. হিসাববিজ্ঞানে 
ঘ. অর্থায়ন ও ব্যাংকিংয়ে
উত্তর: গ. হিসাববিজ্ঞানে
৩। হিসাববিজ্ঞানে কিসের ফলাফল নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করা হয়?
ক. ব্যবসায়ের খ. আর্থিক ঘটনার 
গ. আর্থিক অবস্থার 
ঘ. অর্থ আদান-প্রদানের
উত্তর: খ. আর্থিক ঘটনার
৪। হিসাববিজ্ঞান শাস্ত্রে আর্থিক ঘটনার কী নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়?
ক. পরিমাণ ও ফলাফল 
খ. সংখ্যা ও প্রকৃতি 
গ. বৈশিষ্ট্য ও কারণ 
ঘ. প্রভাব ও ফলাফল
উত্তর: ঘ. প্রভাব ও ফলাফল
৫। লেনদেনের প্রভাব ও ফলাফল নির্ণয়ের জন্য হিসাববিজ্ঞান লেনদেনসমূহকে কী করে?
ক. শ্রেণিবদ্ধকরণ 
খ. চিহ্নিতকরণ ও বিশ্লেষণ 
গ. সংরক্ষণ ও পর্যালোচনা 
ঘ. লিপিবদ্ধকরণ ও নিরীক্ষণ
উত্তর: গ. সংরক্ষণ ও পর্যালোচনা
৬। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের কী বলা হয়?
ক. ভাষা খ. জ্ঞান গ. ভূষণ ঘ. প্রাণ
উত্তর: ক. ভাষা
৭। হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা নির্ণয় 
খ. প্রতিবেদন দাখিল 
গ. সঠিক ফলাফল নির্ণয় 
ঘ. সঠিক লিপিবদ্ধকরণ
উত্তর: ঘ. সঠিক লিপিবদ্ধকরণ
৮। ‘আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ’ হিসাববিজ্ঞানের কী ধরনের উদ্দেশ্য?
ক. সর্বপ্রথম খ. মুখ্য 
গ. উল্লেখযোগ্য ঘ. অন্যতম প্রধান
উত্তর: ঘ. অন্যতম প্রধান
৯। সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব প্রতিষ্ঠানের কসের ধারণা দেয়?
ক. লাভ-ক্ষতি খ. দায়-দেনার 
গ. আর্থিক সচ্ছলতার 
ঘ. আর্থিক অবস্থা 
উত্তর: ঘ. আর্থিক অবস্থা
১০। কিসের পরিমাণ নির্ণয় করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?
ক. সম্পদ, আয় ও ব্যয়ের 
খ. দায়, আয় ও মূলধনের 
গ. সম্পদ, দায় ও মালিকানাস্বত্বের 
ঘ. মূলধন, উত্তোলন ও আয়ের
উত্তর: গ. সম্পদ, দায় ও মালিকানাস্বত্বের
১১। আর্থিক তথ্যাবলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হিসাববিজ্ঞানের কী?
ক. উদ্দেশ্য খ. সুবিধা 
গ. মুখ্য কাজ ঘ. গৌণ কাজ
উত্তর: ক. উদ্দেশ্য
১২। নিচের কোনটি মুনাফাভোগী প্রতিষ্ঠান?
ক. ক্লাব খ. স্কুল 
গ. হাসপাতাল ঘ. ব্যাংক
উত্তর: ঘ. ব্যাংক
১৩। নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান?
ক. হাউজিং সোসাইটি 
খ. বীমা কোম্পানি 
গ. ট্র্যাভেল এজেন্সি ঘ. সিনেমা হল
উত্তর: ক. হাউজিং সোসাইটি
১৪। হিসাব রাখার মাধ্যমে কী ধরনের জীবন গঠন করা যায়?
ক. জবাবহিদিমূলক 
খ. সুশৃঙ্খল ও ব্যয়বহুল 
গ. সুন্দর ও মিতব্যয়ী 
ঘ. সচ্ছল ও বিলাসবহুল
উত্তর: গ. সুন্দর ও মিতব্যয়ী
১৫। মুদ্রা প্রচলনের ফলে কোনটি শুরু হয়?
ক. ব্যাপক উৎপাদন খ. ব্যাংকব্যবস্থা 
গ. আদান-প্রদান ঘ. ব্যবসা-বাণিজ্য
উত্তর: ঘ. ব্যবসা-বাণিজ্য
১৬। হিসাবরক্ষণের মূলনীতি কী?
ক. দু’তরফা দাখিলাপদ্ধতি 
খ. একতরফা দাখিলাপদ্ধতি 
গ. মিশ্র পদ্ধতি ঘ. দাখিলাপদ্ধতি
উত্তর: ক. দু’তরফা দাখিলাপদ্ধতি
শিক্ষা:মো,বুলাল হোসেন
আমাদের সাথে থাকুন 
আমাদের কমেন্টের করুণ Email
http://deshgaondegreecollege24.blogspot.com/

No comments:

Powered by Blogger.