ওয়েব পেজ ধারণা
ওয়েব পেজ হলো HTML এ লেখা ফাইল।অর্থাৎ ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট।ওয়েব পেজ ডিজাইন বলতে আমরা বুঝি কেনো ওয়েব ল্যাংগুয়েজের মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও,অ্যানিমেশন বা কালার ইত্যাদি ব্যাবহার করে ওয়েব পেজ
তৈরি করা।ওয়েব পেজ সাধারণত HTML দিয়ে তৈরি করা হলেও XML,DHTNL,STMLইত্যাদি ব্যবহার করে পেজের আরও সুন্দর করা যায়।একটি ওয়েব পেজকে আকর্ষণীয় ভাবে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের CSS, ScriptওImage সংযুক্ত করা যায়
আমাদের সাথে থাকুন,
আমাদের সাথে থাকুন,
No comments: